বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংসদে সাইবার নিরাপত্তা বিল

১৪ বছর জেল, কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৪ বছরের জেল ও ১ কোটি টাকা জরিমানা বিধান রেখে সংসদে উত্থাপিত হয়েছে সাইবার নিরাপত্তা বিল- ২০২৩। বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ রহিত করে নতুন আইনের বিলটি আনা হয়েছে। গতকাল জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে বিলটি পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য পাঁচ কর্ম দিনের সময় দিয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলটি উত্থাপনে আপত্তি জানিয়ে জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

রহিত করা আইনে অজামিনযোগ্য ধারা ছিল ৬টি। প্রস্তাবিত নতুন আইনে অজামিনযোগ্য ধারা চারটি। এর মধ্যে অজামিনযোগ্য ১৭ ধারায় বলা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশসংক্রান্ত অপরাধ ও দণ্ডের বিবরণ। ১৯ ধারায় রয়েছে কম্পিউটার, কম্পিউটার সিস্টেম ইত্যাদির ক্ষতিসাধন, ২৭ ধারায় রয়েছে সাইবার সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ৩৩ ধারায় রয়েছে হ্যাকিংসংক্রান্ত অপরাধ ও শাস্তির বিবরণ। বিলে ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সংগীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে কোনো প্রকার প্রপাগান্ডা ও প্রচারণা চালালে বা তাতে মদদ দিলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। একই অপরাধ দ্বিতীয়বার করলে সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড বা তিন কোটি টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড। এছাড়া বিলে সাইবার সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করলে অনধিক ১৪ বছর কারাদণ্ড এবং এক কোটি টাকা জারিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। বিলে পুলিশকে কোনো পরোয়ানা ছাড়াই তল্লাশি, সরঞ্জাম জব্দ, দেহ তল্লাশি এবং পরোয়ানা ছাড়াই গ্রেফতারের এখতিয়ার দেওয়া হয়েছে। ধারাটি ডিজিটাল নিরাপত্তা আইনেও ছিল। বিলে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করার অভিপ্রায়ে কেউ যদি কিছু প্রকাশ বা প্রচার করেন বা করান, তাহলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে। বিলে বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি অথবা আইনশৃঙ্খলার অবনতি করার মতো উসকানিমূলক প্রকাশনা বা সম্প্রচারের জন্য ৫ বছরের কারাদণ্ড বা ২৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। এ ছাড়া বিলে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতাভুক্ত অপরাধের জন্য ৭ বছর কারাদণ্ড বা অনধিক ২৫ লাখ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। এ ছাড়া পেনাল কোডের ৪৯৯ ধারায় বর্ণিত মানহানিকর তথ্য প্রকাশ বা প্রচার করলে ২৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

 

সর্বশেষ খবর