বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পুরো দেশ আজ সংকটে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুরো দেশ আজ সংকটে। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে আর সময় নেই, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এখনই রাজপথে নামতে হবে। দ্রুত পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন নয়তো পালাবার পথও পাবেন না। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি।

ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিকল্পিতভাবে বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্তের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, দেশে টিপিক্যাল বাকশাল কায়েম করা হয়েছে। আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে এসেছে। এবারের আন্দোলন কিছু নতুন মাত্রা পেয়েছে। সব দল আজ এক হয়ে কর্মসূচি দিয়েছে। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। আজ দেশের সব মানুষ এক হয়েছে। বড়, ছোট বা মাঝারি দল গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। পরিবারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার জন্য চিঠি দেওয়া হলেও সুযোগ মিলছে না। ডাক্তাররাও বলে দিয়েছেন দেশে যতটুকু চিকিৎসা দেওয়া সম্ভব তা তারা করেছেন, এখন বিদেশে নেওয়া জরুরি হয়ে পড়েছে। সরকারের প্রতি আবারও আহ্বান অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করুন, নয়তো কিছু হলে দায় সরকারের ওপর বর্তাবে। আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণফোরামের সুব্রত চৌধুরী, জাসদের নাজমুল হক প্রধান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস।

ঘরে ঢুকেও হামলা চালাচ্ছে : রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা-কর্মীদের দেখতে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে। দেশে সন্ত্রাস-নির্যাতন কায়েম করে তারা আবারও সরকারে থাকতে চায়। পরিস্থিতি এমন একপর্যায়ে চলে গেছে, এখন মফস্বলে ঘরে বসে সভা করলেও অস্ত্র নিয়ে হামলা চালানো হচ্ছে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর