বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্বতন্ত্র পর্যটন মন্ত্রণালয় গঠন করতে হবে

----- এস এন মনজুর মোরশেদ

নিজস্ব প্রতিবেদক

স্বতন্ত্র পর্যটন মন্ত্রণালয় গঠন করতে হবে

ট্রাভেল এজেন্ট মালিকদের সংগঠন অ্যাটাবের সভাপতি এস এন মনজুর মোরশেদ বলেছেন, সমন্বিত উদ্যোগ ছাড়া পর্যটন খাতকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। শুধু সরকারি-বেসরকারি সমন্বয় নয়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যেও সমন্বয় প্রয়োজন। এজন্য স্বতন্ত্র পর্যটন মন্ত্রণালয় গঠনের উদ্যোগ নিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। এস এন মনজুর মোরশেদ বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে তাকালে দেখা যায় তাদের দেশ ট্যুরিজম সেক্টরে অনেক এগিয়ে আছে। এ ক্ষেত্রে পিছিয়ে থাকা দেশকে এগিয়ে নিতে আমাদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকারের এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ের যোগাযোগ বাড়াতে হবে। প্রত্যেক মন্ত্রণালয় যদি সমন্বয় করে কাজ করে তাহলে এ সেক্টরে দ্রুত উন্নয়ন ঘটবে। বাংলাদেশের প্রাকৃতিক যে সম্পদ রয়েছে তা পৃথিবীর অনেক দেশ থেকে বেশি। এ সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারলে পর্যটনের বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। যাদের নিয়ে উন্নয়ন কাজ করা দরকার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সে জায়গায় কাজ না করে অন্য জায়গায় কাজ করছে। তাদের অপরিকল্পিত ব্যয় এবং সিদ্ধান্তের কারণে ব্যর্থ হিসেবে বিবেচিত হচ্ছে। পর্যটনবান্ধব পরিবেশ তৈরি করতে হলে সব মন্ত্রণালয়কে একত্রে কাজ করতে হবে। এ সমন্বয়ের জন্য ট্যুরিজম মন্ত্রণালয়ের উদ্যোগ নিতে হবে। আমাদের দেশে ট্যুরিজম নিয়ে যারা কাজ করছেন তারা বিভিন্ন দেশ ঘুরছেন কিন্তু কাজের কাজ করছেন না।

সর্বশেষ খবর