শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ড. ইউনূসের গ্রামের বাড়িতে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ড. ইউনূসের গ্রামের বাড়িতে পুলিশ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাট এলাকায় পুলিশ গেছে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের তথ্য সংগ্রহ করতে। গত রবিবার স্থানীয় মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আজম। তিনি ওই এলাকার আশপাশের মানুষের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেছেন বলে জানা যায়। তাছাড়া, আরও এক সপ্তাহ আগে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) একজন উপপরিদর্শক (এসআই) ড. ইউনূসের গ্রামের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেন। তবে স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে ড. ইউনূসের গ্রামের বাড়িতে বিভিন্ন সময় সাদা পোশাকে অচেনা লোকজনের আনাগোনা বেড়েছে। স্থানীয় নজুমিলা হাট এলাকার ব্যবসায়ী ও ড. ইউনূসের আত্মীয় নাম প্রকাশ না করে বলেন, গত ৩১ আগস্ট দুপুরে পুলিশ এসে আমার কাছে ড. ইউনূস বিষয়ে জানতে চেয়েছে। তাঁর কয়জন সন্তান আছে, কোথায় থাকেন, কী করেন, গ্রামের বাড়িতে কে কে থাকেন, তিনি কোথায় লেখাপড়া করেছেন- এসব জানতে চেয়েছেন। আমি যা জানি তা বলেছি। পরে আমি পুলিশ সদস্যকে ড. ইউনূসের ছোট ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছি। তাছাড়া, ওই পুলিশ সদস্য এলাকার আরও কয়েকজনের সঙ্গেও কথা বলেন। ড. ইউনূসের গ্রামের বাড়িতে তথ্য সংগ্রহে যাওয়া মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মো. আজম জানান, ড. ইউনূসের বাড়িতে গিয়েছিলাম হাটহাজারী থানার পরিদর্শকের (ইন্টেলিজেন্স) নির্দেশে। তাঁর বাড়িতে গিয়ে তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। মোবাইলে ড. ইউনূসের ভাইয়ের সঙ্গেও কথা হয়েছে। হাটহাজারী থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. আমির হোসেন গণমাধ্যমকে জানান, জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) চাওয়ায় ড. ইউনূসের তথ্যগুলো নিয়েছি। তবে সেগুলো কোথাও পাঠাইনি। পরে শুনেছি, তাঁরা নিজেরাও সেখানে গিয়ে তথ্য নিয়েছেন।

সর্বশেষ খবর