শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাজধানীতে ফের পাল্টাপাল্টি কর্মসূচি দুই দলের

নিজস্ব প্রতিবেদক

কয়েক দিন বিরতির পর আবারও রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি। কাল শনিবার বিকালে ‘বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এ দিন বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অন্যদিকে সরকার পদত্যাগের একদফাসহ খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল ঢাকায় গণমিছিল করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে এই গণমিছিল করবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সূত্রে জানা গেছে, উত্তর বিএনপির গণমিছিলটি রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল-মালিবাগ রেলগেট-মৌচাক-মালিবাগ মোড়-শান্তিনগর-কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। অন্যদিকে দক্ষিণ বিএনপির গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার-আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শেষ হবে। দুটি গণমিছিলই দুপুর আড়াইটায় শুরু হবে।

আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠন যুবলীগও ওইদিন রাজপথে সক্রিয় থাকবে। শনিবার সংগঠনটি প্রাথমিক সদস্য সংগ্রহে নামছে। একই সঙ্গে সদস্যপদ নবায়ন কার্যক্রমও চলবে। যুবলীগের দফতর জানিয়েছে, শনিবার বেলা ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ কার্যক্রমের উদ্বোধন করবেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি, দেশের সব জেলা-মহানগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক বা আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কদের এ কর্মসূচিতে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মূলত রাজপথে সক্রিয় থাকতেই এ কর্মসূচি বলে জানা গেছে।

সর্বশেষ খবর