শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে এক দিনে আরও ২০ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও মৃত্যু লাফিয়ে বাড়ছে। এক দিনে ২০ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুর থাবায়। গতকাল আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৮৯ জন। এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে প্রাণ হারিয়েছেন ৬৯১ জন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯৯ জন এবং ঢাকার বাইরের বাসিন্দা ১ হাজার ৭৯০ জন। ঢাকায় মারা গেছেন ১১ জন, বাইরের হাসপাতালে মারা গেছেন ৯ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭১১ জন। বর্তমানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ হাজার ৭১১ জন। ঢাকার বাইরে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। সেপ্টেম্বরের সাত দিনে ১৬ হাজার ৯০৩ জন আক্রান্ত হয়েছেন, ৯৮ জন মারা গেছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা গতকাল রাতে মারা যান। তাছাড়া নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৩৮ জন। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫৮ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬২০ জন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মৃত দুজনের মধ্যে আকলিমা আক্তার (৩৬) নগরের ইম্পেরিয়াল হাসপাতালে এবং এনামুল হক (৪৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১৩৮ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৩ জন।

 

সর্বশেষ খবর