শিরোনাম
শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রক্সি সরকার আনার চেষ্টা চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রক্সি সরকার আনার চেষ্টা চলছে

দলনিরপেক্ষ সরকারের দাবির আড়ালে জামায়াত-বিএনপির পক্ষের ছদ্মবেশী প্রক্সি সরকার আনার দেশি-বিদেশি ষড়যন্ত্র-চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের জাতীয় কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদপূর্তি ও নির্বাচনের সময় এগিয়ে আসায় দেশের রাজনীতিতে উত্তাপ-উত্তেজনা বাড়ছে। বিএনপি-জামায়াত এবং তাদের রাজনৈতিক সঙ্গীরা নির্বাচনের আগেই সরকার উৎখাত করে সংবিধান বহির্ভূত অস্বাভাবিক সরকার আনতে মাঠ গরম করছে, জল ঘোলা করছে।

জাসদ সভাপতি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাদের ভূ-রাজনৈতিক স্বার্থে নির্লজ্জভাবে জামায়াত-বিএনপির অসাংবিধানিক রাজনীতি, ষড়যন্ত্র, চক্রান্তের রাজনীতিকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে। হাসানুল হক ইনুর সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি সর্বশেষ রাজনৈতিক প্রতিবেদন উত্থাপন করেন। শোক প্রস্তাব পাঠ করেন দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন। আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট রবিউল আলম, মোশাররফ হোসেন, প্রফেসর ড. আনোয়ার হোসেন, আফরোজা হক রীনা, ফজলুর রহমান বাবুল, মো. শহীদুল ইসলাম, শফি উদ্দিন মোল্লা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর