রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ মরক্কোয় নিহত ৮২০

প্রতিদিন ডেস্ক

ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ মরক্কোয় নিহত ৮২০

আফ্রিকার দেশ মরক্কোয় গভীর রাতে আঘাত হানা ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়েছেন। গতকাল বিকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিধ্বস্ত ভবনগুলো থেকে ৮২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ সময় পর্যন্ত আরও অনেক মানুষ ধ্বংসস্তূপে আটকে ছিলেন। সূত্র : রয়টার্স

প্রাপ্ত খবর অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে অ্যাটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে। এই এলাকার বহু ভবন বিধ্বস্ত হয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানার পর লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। এর ১৯ মিনিট পর আবারও ৪ দশমিক ৯ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। মরক্কোর রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিকালে জানায়, এ সময় পর্যন্ত অন্তত ৮২০ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। অধিকাংশ মানুষ মারা গেছেন দুর্গম পাহাড়ি এলাকায়, যেখানে পৌঁছানো বেশ কঠিন। ভূমিকম্পে মারাক্কেশ শহরের পুরনো অংশেও কিছু ভবন ধসে পড়েছে। এটি ৬ দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে ঘটে যাওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর ফলে বহু ভবন ভেঙে পড়েছে। খবরে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছের শহর মারাক্কেশের বাসিন্দারা খোলা জায়গায় রাত কাটিয়েছেন। দেশটির পুরনো শহরের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ খবর