সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

অব্যবস্থাপনায় ডেঙ্গুতে মৃত্যুঝুঁকি

নিজস্ব প্রতিবেদক

অব্যবস্থাপনায় ডেঙ্গুতে মৃত্যুঝুঁকি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সরকারি হাসপাতালে ওষুধ ও চিকিৎসার সুব্যবস্থা নেই। আর বেসরকারি হাসপাতালে টাকা গুনতে গুনতে ফতুর হচ্ছে রোগীর পরিবার। ডেঙ্গু নিয়ন্ত্রণে অব্যবস্থাপনায় বাড়ছে মৃত্যুঝুঁকি। জবাবদিহিতা থাকলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতো না। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষের ধারণা মৃতের সংখ্যা আরও বেশি।

সরকারি হাসপাতালগুলোতে রোগী সংকুলান হচ্ছে না। স্যালাইনের অভাবে হাহাকার উঠেছে রোগীর স্বজনদের মাঝে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে স্যালাইনের কোনো অভাব নেই, অথচ হাসপাতালগুলোতে স্যালাইন নেই। ফার্মেসিতে ৯০ টাকা দামের স্যালাইন বিক্রি হচ্ছে প্রায় ২৫০ থেকে ৩০০ টাকায়। ঢাকার দুই সিটি করপোরেশন শুধু মশা মারার ওষুধ ছিটিয়ে দায়িত্ব শেষ করছে। স্প্রে করা ওষুধে মশা মরছে কিনা তা দেখার কেউ নেই।

সর্বশেষ খবর