মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

গাজীপুরে প্রথম নারী মেয়রের দায়িত্বে জায়েদা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে প্রথম নারী মেয়রের দায়িত্বে জায়েদা

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রথম নারী মেয়র হিসেবে গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন জায়েদা খাতুন। নগর ভবনে তাকে ফুল দিয়ে বরণ করেন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে দুপুরে তিনি তার ছেলে গাসিকের সদ্য সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও নেতা-কর্মীদের নিয়ে করপোরেশনের বঙ্গতাজ অডিটোরিয়ামে আসেন জায়েদা খাতুন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম। অনুষ্ঠানে বক্তব্যকালে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘আপনারা মাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। মা বলেছেন তার জীবনবাজি রেখে আপনাদের পাশে থেকে সেবা দেবেন।’ তিনি আরও বলেন, ‘সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। সবাই সবাইকে সহযোগিতা করতে হবে।’ তিনি মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। অনুষ্ঠানে নতুন মেয়র জায়েদা খাতুন বলেন, ‘আপনারা লাখ লাখ ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন। আমার আগেও আমার ছেলে জাহাঙ্গীর আলমকে মেয়র পদে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। এ জন্য আমি ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। তিনি নির্বাচিত কাউন্সিলর ও সিটির কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানান। তিনি বলেন, গাজীপুরবাসী আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন আল্লাহর ওপর ভরসা করে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং আমার ছেলে জাহাঙ্গীর আলমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি সুন্দর ও আধুনিক নগর উপহার দেব। উল্লেখ্য, গত ২৫ মে গাজীপুর সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট পান।

 

সর্বশেষ খবর