শিরোনাম
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

অসাধু ব্যবসায়ীদের জন্য ওকালতি নয়

নিজস্ব প্রতিবেদক

অসাধু ব্যবসায়ীদের জন্য ওকালতি নয়

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বলেছেন, যে কোনো সৎ ব্যবসায়ীর জন্য এফবিসিসিআই পাশে থাকবে। পক্ষান্তরে অসৎ ব্যবসায়ীর বিপক্ষে দাঁড়াবে। কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা দ্রব্যমূল্য বৃদ্ধি করেন, তারা ব্যবসায়ী নয়। এফবিসিসিআই অসাধু ব্যবসায়ীদের জন্য কোনো ওকালতি করবে না। গতকাল রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। এফবিসিসিআই সভাপতি বলেন, কৃত্রিম সংকট যারা করে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। পণ্যের সংকট সৃষ্টি ও বাজার অস্থিরতার সঙ্গে জড়িত প্রতিষ্ঠান যত বড় প্রভাবশালী হোক না কেন আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব। তিনি আরও বলেন, ডলার সংকটের কারণে ছোট ছোট ব্যবসায়ীরা পণ্য আমদানি করতে পারছে না। মুক্ত বাজার অর্থনীতিতে সিন্ডিকেট করা সহজ নয়। চাহিদা ও জোগানের সঙ্গে মিল রেখে সরবরাহ ব্যবস্থা ঠিক থাকলে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখতে আমদানি পণ্যের ওপর কর ছাড় দেওয়া উচিত। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে দেশীয় উৎপাদন খাত যাতে ক্ষতিগ্রস্ত না হয়।

সর্বশেষ খবর