মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তানকে বিধ্বস্ত করল ভারত

২২৮ রানে রেকর্ড গড়া জয়

ক্রীড়া প্রতিবেদক

ভারত-পাকিস্তান ওয়ানডে ম্যাচ এই প্রথম দ্বিতীয় দিনে গড়িয়েছে। দুই দিনে গড়ানো ম্যাচটিতে একাধিক রেকর্ড গড়েছে ভারত। একাধিক ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন বিরাট কোহলি। সাবেক অধিনায়কের সঙ্গে পাল্লা দিয়ে কলম্বোর খেত্তারামা প্রেমাদাসা স্টেডিয়ামে সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল। কোহলি ও রাহুলের জোড়া সেঞ্চুরিতে ভারত সংগ্রহ করে ২ উইকেটে ৩৫৬ রান; যা পাকিস্তানের বিপক্ষে যুগ্মভাবে দলগত সর্বোচ্চ স্কোর। কোহলি অপরাজিত ছিলেন ১২২ রানে এবং রাহুল অপরাজিত ১১১ রানে। ৩৫৭ রানের পর্বতসমান টার্গেটে খেলতে নেমে পাকিস্তান ৩২ ওভারে ১২৮ রান করে অলআউট হয়। ২২৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। দুই দলের ওয়ানডে লড়াইয়ে এটাই সবচেয়ে বড় জয়। এর আগের জয়টি ছিল পাকিস্তানের (২০১৭ সালে, ১৮০ রানে)। আজ এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে রোহিত শর্মার ভারত। এশিয়া কাপে সুপার ফোরে দুই দলের হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দলগত সর্বোচ্চ রানের রেকর্ড স্পর্শ করেছে রোহিত বাহিনী। ২০০৫ সালে বিশাখাপত্তমে ৯ উইকেটে ৩৫৬ রান করেছিল ভারত। গতকাল ২ উইকেটে ৩৫৬ রান করে তারা। আগের দিন ভারতের স্কোর ছিল ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান। গতকাল ২৫.১ ওভারে যোগ করে ২০৯ রান। গতকাল ২৭ বছরের পুরনো একটি রেকর্ডও ভেঙেছেন কোহলি-রাহুল জুটি। দুজনে তৃতীয় উইকেট জুটিতে ১৯৩ বলে ২৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন; যা পাকিস্তানের বিপক্ষে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে আগের রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকার ও নভজোত সিং সিঁধুর, ২৩১ রানের। বৃষ্টিতে ভেসে যাওয়া দিনে কোহলি অপরাজিত ছিলেন ৮ রানে। গতকাল শুরুতে ধীরলয়ে ব্যাটিং করলেও সময়ের সঙ্গে খোলশ খুলে বেড়িয়ে পাকিস্তানি বোলারদের নাভিশ্বাস তুলেছেন। ২৭৮ ওয়ানডে ক্যারিয়ারে ৪৭তম সেঞ্চুরির ইনিংসটি খেলেন ১২২ রানে অপরাজিত থেকে। সেঞ্চুরি করেন মাত্র ৮৪ বলে। ৯৪ বলের ইনিংসটিতে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা। সব মিলিয়ে ৫০৪ আন্তর্জাতিক ম্যাচে এটা তার ৭৭তম সেঞ্চুরি। টেস্টে ২৯ ও টি-২০-তে একটি সেঞ্চুরি। ১২২ রানের অপরাজিত ইনিংস খেলার পথে পঞ্চম ক্রিকেটার হিসেবে ১৩ হাজার রানের ক্লাবে নাম লেখান সাবেক অধিনায়ক। ২৭৮ ম্যাচের ২৬৭ ইনিংসে তার ১৩০২৪। ওয়ানডেতে সবচেয়ে বেশি রান টেন্ডুলকারের, ৪৬৩ ম্যাচে ১৮৪২৬। কোহলি দ্রুততম ১৩ হাজারি ক্লাবে নাম লেখান। আগের রেকর্ড টেন্ডুলকারের, ৩২১ ইনিংসে। কোহলি পাকিস্তানের বিপক্ষে সব মিলিয়ে সেঞ্চুরি করেছেন ৩টি। রাহুল গ্রুপপর্বের দুটি ম্যাচ খেলেননি। পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেই বাজিমাত। ৫৫ ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির ইনিংসটি ছিল অপরাজিত ১১১ রানের। জবাব দিতে নেমে শুরু থেকেই চাপ সামলাতে ব্যর্থ হয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন ফখর জামান। এ ছাড়া সালমান ২৩ ও ইফতিখার ২৩ রান করেন। ভারতের পক্ষে কুলদীপ যাদব ২৫ রানে ৫ উইকেট শিকার করেন। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেন বুমরাহ, পান্ডিয়া ও শার্দুল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর