শিরোনাম
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কলেজছাত্র অপহরণ হত্যা, আটক যুবক গণপিটুনিতে নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এক কলেজছাত্রকে অপহরণের পর হত্যার অভিযোগে আটক যুবক উমংচিং মারমাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে মেরেছে উত্তেজিত জনতা। গতকাল সকালে কদলপুর-রাঙ্গুনিয়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় এ গণপিটুনির ঘটনা ঘটে। এর আগে ঘটনার ১৪ দিন পর রাউজান থেকে কলেজছাত্র শিবলী সাদিক হৃদয়ের কঙ্কালসদৃশ লাশ উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য, ২৮ আগস্ট কদলপুর থেকে অপহরণ করা হয় কলেজছাত্র হৃদয়কে। অপহরণের পর দাবি অনুযায়ী ২ লাখ টাকা মুক্তিপণও দেওয়া হয়। এর পরও হৃদয়কে   হত্যা করে অপহরণকারীরা। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, কদলপুর-রাঙ্গুনিয়া সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা থেকে অপহৃত হৃদয়ের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। এ অপহরণে সম্পৃক্ততার অভিযোগে মোট তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের একজন উমংচিং মারমাকে রবিবার গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুর্গম এলাকা থেকে হৃদয়ের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধার শেষে ফেরার পথে পঞ্চপাড়া গ্রামবাসী অবরোধ সৃষ্টি করে অভিযুক্ত উমংচিংকে ছিনিয়ে নেয়। পরে গণপিটুনি দিয়ে হত্যা করে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। উমংচিং মারমা রাঙামাটির বেতবুনিয়া ইউনিয়নের রঙ্গিপাড়া গ্রামের উথোয়াইমং মারমার ছেলে। হৃদয়ের মা নাহিদা আকতার বলেন, ২৮ আগস্ট এলাকার একটি মুরগি খামার থেকে হৃদয়কে অপহরণ করা হয়। সে ওই খামারের তত্ত্বাবধায়ক ছিল। পরে ফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তাদের বুঝিয়ে ২ লাখ টাকা দেওয়া হয়। তাদের কথামতো বান্দরবানের ডুলাপাড়ায় এ টাকা তুলে দেওয়া হয়েছিল। মুক্তিপণ দেওয়ার পরও তারা হৃদয়কে হত্যা করে।

সর্বশেষ খবর