মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
বোরকা পরে যুবলীগ নেতা হত্যা

দেশত্যাগে নিষেধাজ্ঞা আসামি মাসুদের

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দাউদকান্দির যুবলীগ নেতা জামাল হত্যা মামলার আসামি মো. মাসুদের আগামী ১৬ অক্টোবর পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন চেম্বার আদালত। একই সঙ্গে এ সময়ের মধ্যে তার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে। আগামী ১৬ অক্টোবর আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে। গতকাল রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথি। ৩১ আগস্ট যুবলীগ নেতা জামাল হত্যা মামলার আসামি মো. মাসুদ হাই কোর্ট থেকে তথ্য গোপন করে জামিন পান। ৩ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পেয়ে জামিনে আছেন তিনি। গত ৩০ এপ্রিল দাউদকান্দির গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেনকে বোরকা পরে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

 

সর্বশেষ খবর