বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

এমন দেশ আমি চাইনি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এমন দেশ আমি চাইনি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, মুক্তিযুদ্ধের সময় আমার মনে হয়েছিল ২৫ বছর বয়সে আমি যদি আমার মা-বোনের ইজ্জত রক্ষা করতে না পারি তাহলে আমার মরে যাওয়াই ভালো। সে জন্য আমি যুদ্ধ করেছি। কিন্তু যুদ্ধের পর দেখেছি যারা যুদ্ধের সময় পালিয়ে গিয়েছিল তাদের দামই আমার চেয়ে বেশি। এমন দেশ আমরা চাইনি। আমরা সেই দেশ চেয়েছিলাম যেখানে প্রতিটি মানুষের জীবন ও সম্পদের সমান নিরাপত্তা থাকবে। গতকাল দুপুরে টাঙ্গাইলের সখীপুরে অপহরণকারীদের হাতে খুন হওয়া নয় বছরের শিশু সামিয়ার পরিবার ও সহপাঠীদের সমবেদনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, আমার মায়ের মৃত্যুতে আমি যতটা কষ্ট পেয়েছি সামিয়ার নৃশংস হত্যার কথা শুনে ঠিক সেই পরিমাণ কষ্ট পেয়েছি। খুনিদের বাবার নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেওয়ার পরও পুলিশ তাদের ধরেনি। ছয় দিন পার হলো পুলিশ একজনকেও ধরতে পারেনি। অপরাধী যেই হোক বিচার তার হবেই। উপজেলার দাড়িয়াপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সানোয়ার হোসেন মস্টারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় সমবেদনা জানিয়ে আরও বক্তৃতা করেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, সামিয়ার বাবা রঞ্জু আহমেদ, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেতা আশিক জাহাঙ্গীর, দেলোয়ার হোসেন নবীন, আসলাম সিকদার নোভেল প্রমুখ। উল্লেখ্য, গত বুধবার উপজেলার দাড়িয়াপুর স্কুল থেকে ফেরার পথে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়া (৯) অপহৃত হয় এবং তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ নিয়ে বৃহস্পতিবার শিশুর বাবা থানায় মামলা করেন। শুক্রবার দুপুরে একটি বনের ভিতর থেকে সামিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেফতার না করতে পারায় জনমনে নানা প্রশ্ন দেখ দিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর