বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভোটাধিকার নিশ্চিত করবে র‌্যাব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভোটাধিকার নিশ্চিত করবে র‌্যাব

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম. খুরশীদ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অধীনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। কমিশন যেভাবে পরিচালনা করে, র‌্যাব সেভাবে দায়িত্ব পালন করবে। আমাদের দায়িত্ব হবে সাধারণ মানুষ যেন কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই আইনশৃঙ্খলা নিশ্চিত করতে র‌্যাব দৃঢ়ভাবে দায়িত্ব পালন করবে। আর এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে র‌্যাব মানসিকভাবে প্রস্তুত আছে। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলার সরকার পাড়ায় র‌্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেশে দুর্নীতি হচ্ছে উন্নতিও হয়েছে উল্লেখ করে র‌্যাব প্রধান বলেন, ছেলেরা এইচএইসসি পাস করেই বিদেশে পাড়ি দিচ্ছে। তারা কেন যেতে চায়। দেশে মাধ্যম ছাড়া কাজ হয় না। চাকরি করতে গেলে হয় মাধ্যম নয়তো অর্থ লাগে! এজন্যই কি দেশ স্বাধীন হয়েছিল?

র‌্যাব মহাপরিচালক বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে দেশে মাদক প্রবেশ করাচ্ছে। এভাবে মাদক প্রবেশ করতে থাকলে আগামী ১০ বছর পর এই প্রজন্মের ছেলে-মেয়েরা কোনো বাহিনীতে কাজ করতে পারবে না। তারা মাদকে আসক্ত থাকবে। এখন শুধু ছেলেরাই মাদকে জড়াচ্ছে এমন না, মেয়েরাও মাদকে আসক্ত হচ্ছে বেশি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো. মাহাবুব আলম, র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ খান রফিকুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার প্রমুখ।

সর্বশেষ খবর