বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রপ্তানির নামে অর্থ পাচার, চার গার্মেন্টের সদস্যপদ বাতিল

নিজস্ব প্রতিবেদক

রপ্তানির নামে অর্থ পাচারে অভিযুক্ত চার কারখানার সদস্যপদ বাতিল করছে পোশাক খাতের রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। রপ্তানি-সংক্রান্ত সব ধরনের সেবাও বন্ধ হচ্ছে কারখানাগুলোর। এ দুই সিদ্ধান্ত কার্যকরের আগে কারখানাগুলোকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। নোটিসের সাত কর্মদিবস পর বিজিএমইএ’র সিদ্ধান্ত কার্যকর হবে। গত বৃহস্পতিবার প্রতিটি কারখানাকে পৃথক নোটিস দেওয়া হয়। কারখানাগুলো হলো আশুলিয়ার প্রজ্ঞা ফ্যাশন, রাজধানীর কচুক্ষেতের অনুপম ফ্যাশন ওয়্যার, টঙ্গীর হংকং ফ্যাশন ও উত্তর খানের ফ্যাশন ট্রেড। পাচারে জড়িত বাকি ছয় কারখানা বিজিএমইএর সদস্য নয়। বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, আমার মনে হয় এ কাজের পেছনে সংঘবদ্ধ দল রয়েছে। তাদের ব্যাংক হিসাবের তথ্য গরমিল আছে। কারখানাগুলোকে তাদের অবস্থান পরিষ্কার করে জানানোর জন্য বলা হয়েছে। এখন তদন্ত চলছে। কারখানাগুলোর ব্যবস্থাপনা পরিচালক বরাবরে পাঠানো বিজিএমইএর নোটিসে বলা হয়, পণ্য চালানে জালিয়াতিতে আপনার প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ কারণে তৈরি পোশাক শিল্পের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ অবস্থায় নির্দিষ্ট সময়ে লিখিত বক্তব্য দিতে হবে। এতে ব্যর্থ হলে বিজিএমইএর সব ধরনের সেবা বাতিল করা হবে। প্রসঙ্গত, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের তদন্তে পোশাক রপ্তানিকারক ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ৩০০ কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানির আড়লে ওই অর্থ পাচার করেছে কারখানাগুলো। বিজিএমইর সদস্যের বাইরের ছয় কারখানা হলো গাজীপুরের পিক্সি নিট ওয়্যারস, এম ডি এস ফ্যাশন, থ্রি স্ট্রার ট্রেডিং, ফরচুন ফ্যাশন, স্টাইলজ বিডি লিমিটেড ও ইডেন স্টাইল টেক্স।

সর্বশেষ খবর