বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সংশোধিত ড্যাপ বাসযোগ্য সুন্দর নগরী গড়তে ভূমিকা রাখবে

কাজী ওয়াসি উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

সংশোধিত ড্যাপ বাসযোগ্য সুন্দর নগরী গড়তে ভূমিকা রাখবে

বাসযোগ্য সুন্দর নগরী গড়তে সংশোধিত ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ভূমিকা রাখবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। কাজী ওয়াসি উদ্দিন আরও বলেন, সংশোধিত ড্যাপ আইন মন্ত্রণালয়ে ভেটিং হয়ে মন্ত্রণালয়ে চলে এসেছে। রাজউকের কর্মকর্তারা নিরীক্ষা সাজিয়ে দিলে চূড়ান্ত পর্যালোচনা করে এ মাসের মধ্যেই গেজেট হয়ে যাবে বলে আমরা আশা করছি। বাসযোগ্য নগরী গড়তে সংশোধিত ড্যাপের ভূমিকা বিষয়ে জানতে চাইলে গৃহায়ন ও গণপূর্ত সচিব বলেন, ‘আগের ড্যাপে যে রাস্তা-ঘাট, খেলার মাঠ, সবুজায়ন, বনভূমি ছিল- তাই আছে। এসব কিছুর কোনোটিতেই পরিবর্তন নেই। শুধু ফ্লোর এরিয়া রেশিও (ফার) ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। বাসযোগ্য সুন্দর নগরী গড়তে সংশোধিত ড্যাপ ভূমিকা রাখবে। নগরের জন্য যেসব সুবিধার রাখার কথা সেগুলো কিন্তু সংশোধিত ড্যাপেই রাখা হয়েছে। সংশোধিত ড্যাপের যে ফ্লোর এরিয়া রেশিও (ফার) পুনর্বিন্যাস রাখা হয়েছে সেটা এখন ঠিক আছে। নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা দেখলে সবাই বলবে যে, সংশোধিত ড্যাপ ভালো হয়েছে।’

সংশোধিত ড্যাপ নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছে উল্লেখ করে সচিব বলেন, ‘জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই এটা করেছে। তিনি বলেন, আগে রাস্তার পাশে বাড়ি করতে পারলে যতটুকু জায়গা ছাড় দেওয়া লাগত, ওই জায়গাও ব্যক্তি নিজের অধীনে রাখত। দেখা যেত যে, পরে কোনো এক সময় সে বেআইনিভাবে দখল করে রেখেছে। ফলে রাস্তা আর হতো না। এবার সংশোধিত ড্যাপে বলা আছে, যতটুকু জায়গা ছাড় দিতে হবে, সেই অংশটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাছে দলিল করে দিতে হবে।’

প্রসঙ্গত, পেশাজীবী ও স্টেকহোল্ডারদের পরামর্শের ভিত্তিতে গত ২২ মার্চ গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সভাপতিত্বে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সে সভার সিদ্ধান্তের আলোকে গত ১৮ মে রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান মিয়ার সভাপতিত্বে ড্যাপ বাস্তবায়ন সংক্রান্ত সভা হয়। ওই সভার সার-সংক্ষেপে গত ২০ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দেন।

সর্বশেষ খবর