বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পরিকল্পিত শহর গড়ে উঠবে সংশোধিত ড্যাপেই

আলমগীর শামসুল আলামিন

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পিত শহর গড়ে উঠবে সংশোধিত ড্যাপেই

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেছেন, ঢাকা শহরটা পরিকল্পিত হোক, বসবাসযোগ্য হোক সেটা আমাদের সবার কাম্য। সব উন্নয়ন কাজ বন্ধ করে পরিকল্পিত শহর করা সম্ভব নয়। সংশোধিত ড্যাপের মাধ্যমে একটা পরিকল্পিত শহর গড়ে উঠবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রিহ্যাব সভাপতি বলেন, ড্যাপ নিয়ে অনেকেই নেতিবাচক প্রচার চালাচ্ছে। ব্যবসায়ীদের চাপের মুখে ড্যাপ সংশোধনের অপপ্রচার অনেকে চালাচ্ছে। এটা মোটেও ঠিক নয়। সরকার কোনো চাপে এটা করেনি। দেশের বৃহত্তর স্বার্থে সরকার এটি করেছে। এই শহরের বাস্তব সমস্যাগুলো আমরা সরকারের বিভিন্ন মহলে তুলে ধরেছি। সরকার বিষয়টি উপলব্ধি করে বাস্তবসম্মত ও সময়োপযোগী সংশোধনী এনেছেন। এখানে চাপের কিছু নেই। যারা এটাকে নেগেটিভ প্রচার করছে আমরা তাদের উদ্দেশ্য জানি, বুঝি। আমাদের দাবিগুলো উপলব্ধি করে ড্যাপ সংশোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের রিহ্যাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। রিহ্যাব সভাপতি বলেন, এই শহর অনেক পুরনো এবং এর উন্নয়ন কাজও অনেক বছর আগে শুরু হয়েছে। ঢাকার পরিধি আগেই বাড়ানো উচিত ছিল, সেটা বাড়ানো যায়নি। ঢাকার বাইরে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ইত্যাদি সুযোগ-সুবিধা সরকার বাড়াতে পারলে ঢাকার পরিধিও বাড়বে। পরিধি বাড়ালে আপনা-আপনি সেখানে বসতি গড়ে উঠবে। সেই বসতিটা যেন পরিকল্পিত থাকে সে ব্যাপারে রাজউকের নজরদারি রাখতে হবে। ফ্লোর এরিয়া রেশিও (ফার) পুনর্বিন্যাস প্রসঙ্গে তিনি বলেন, যেখানে বাড়ানোর মতো পরিস্থিতি আছে সেখানেই বাড়ানো হয়েছে। এটাকে আমরা সাধুবাদ জানাই।

সর্বশেষ খবর