শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সংলাপ স্টেকহোল্ডারদের চাপ সৃষ্টি করবে

নিজস্ব প্রতিবেদক

সংলাপ স্টেকহোল্ডারদের চাপ সৃষ্টি করবে

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন আয়োজিত কর্মশালা বা সেমিনার থেকে উঠে আসা বিষয়গুলো সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ভোটার সাধারণসহ স্টেকহোল্ডারদের ওপর অবশ্যই নৈতিকতা ও দায়িত্ববোধের অবস্থানে কিছুটা হলেও চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। গতকাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আগামীতে আরও কর্মশালা বা সেমিনার করার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। বুধবারের কর্মশালা বা সেমিনার করে কমিশনের কী লাভ হয়েছে প্রশ্নে এই নির্বাচন কমিশনার বলেন, এটি রুদ্ধদ্বার বৈঠক ছিল না। এটি সম্পূর্ণ উন্মুক্ত ছিল। আমাদের উদ্দেশ্য ছিল গণমাধ্যমের সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত সূক্ষ্ম ও জটিল বিষয়গুলো খোলাখুলিভাবে পুরো জাতি তথা জনগণ, ভোটার সাধারণ, সরকার, প্রশাসন, পুলিশ এবং আমাদেরকে তথা নির্বাচন কমিশনকেও অবহিত করে সচেতন করা। সবাইকে এভাবে অবহিত করে কোনো লাভ হয় কি- প্রশ্নে তিনি বলেন, লাভ বা উপকারিতার বিষয়টি আপেক্ষিক। ১০০ শতাংশ লাভ হয়তো হবে না। ৫ শতাংশ হলেও সেটি ইতিবাচক বলে আমি মনে করি।

সর্বশেষ খবর