শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

গভীরতম সংকটের দিকে যাচ্ছে দেশ

নিজস্ব প্রতিবেদক

গভীরতম সংকটের দিকে যাচ্ছে দেশ

এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, দেশ প্রতিদিন গভীর থেকে গভীরতম সংকটের দিকে যাচ্ছে। আফসোস আমরা এমন একটি দেশে বসবাস করছি, যেখানে গণতন্ত্র নেই। গতকাল রাজধানীর পূর্ব পান্থপথে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। অলি আহমদ বলেন, দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা নেই, ন্যায়বিচার নেই, মানবিক অধিকার নেই, সামাজিক শান্তি নেই, ছেলেমেয়েদের লেখাপড়ার ভালো ব্যবস্থা নেই, যুবসমাজের চাকরির ব্যবস্থা নেই, চিকিৎসার সুব্যবস্থা নেই, সুশাসন নেই। সবাই অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি। ঘরে ঘরে বিবাদ সৃষ্টি হয়েছে। অলি বলেন, সর্বশেষ জরিপ অনুযায়ী দেশের প্রায় ৯১ শতাংশ মানুষ গণতন্ত্র চায় এবং সরকারের কর্মকাণ্ড সমর্থন করে না। গণতন্ত্রের পরিবর্তে আমরা পেয়েছি সর্বত্র টেন্ডারবাজি, চাঁদাবাজি, অস্ত্রবাজি, দখলবাজি, অবিচার এবং সর্বোপরি দুর্নীতি, যা প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, যুবসমাজ হতাশ, বিদেশে পাড়ি দিচ্ছে, দেশ এখন মেধাশূন্য হয়ে পড়েছে। এ ধরনের স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? এটি কি আমাদের কাম্য ছিল? তিনি বলেন, দেশের সব স্তরের মানুষকে বিরাজমান প্রকৃত অবস্থা অনুধাবন করতে হবে। অন্ধকার থেকে বের হয়ে আমাদের সোচ্চার হতে হবে। হাত গুটিয়ে ঘরে বসে থাকার সময় নেই। দাবি আদায়ের জন্য ঘর থেকে বের হয়ে আসতে হবে। বিজয় ইনশাআল্লাহ হবেই।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য নূরুল আলম তালুকদার, নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, এস এম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা মাহবুবুর রহমান, কারিমা খাতুন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর