শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কোন পদ্ধতিতে নির্বাচন সেটাই জানি না

নিজস্ব প্রতিবেদক, রংপুর

কোন পদ্ধতিতে নির্বাচন সেটাই জানি না

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেছেন, সরকার এক ধরনের নির্বাচন করতে চাইছে, বিপক্ষ আরেক ধরনের নির্বাচন চায়। এ অবস্থায় কোন পদ্ধতিতে নির্বাচন হবে, সেটাই আমরা জানি না। সব মিলিয়ে নির্বাচনের ব্যাপারে আমরা এখনই সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। গতকাল দুপুরে রংপুর নগরীর দর্শনার পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত চিন্তা করছি ৩০০ আসনে নির্বাচন করব। ভবিষ্যতে কী করব, ভবিষ্যতের অবস্থা বুঝে ব্যবস্থা হবে। যেহেতু এখনো রাজনৈতিক পরিস্থিতি অনেক অস্থিতিশীল, অনিশ্চিত, অস্বচ্ছ।

সবকিছু জেনে বিবেচনায় নিতে হবে। শেষ পর্যন্ত কে লড়বেন আর কে থাকবেন সেটাও অনিশ্চিত। তিনি বলেন, রংপুর-৩ আসনে প্রার্থী চূড়ান্ত নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কে বলেন, আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সরকার সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। জি এম কাদের বলেন, ‘বাজার সিন্ডিকেট সরকারকে কোনো পাত্তা দিচ্ছে না বলে আমি মনে করি। সেই কারণে দ্রব্যমূল্য সরকার যাই বেঁধে দিয়ে থাকুক, বাজারে এর চেয়ে মূল্য বেশি। কৃষকরা অনেক সময় কম দামে দিচ্ছে, শহরে তা অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। এটা করা হচ্ছে অযৌক্তিকভাবে। তা নিয়ন্ত্রণেও সরকারের কোনো রকম কোনো বন্দোবস্ত বা পদক্ষেপ জনগণের চোখে পড়ছে না। দ্রব্যমূল্যের চাপে মানুষ অত্যন্ত খারাপ অবস্থায় আছে। এটা একটা দুর্বিষহ অবস্থা।’ এ সময় তার সঙ্গে ছিলেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের এমপি, অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, ঢাকা দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, ভাইস চেয়ারম্যান আদেলুর রহমান আদেল এমপি, রংপুর মহানগরের সাধারণ সম্পাদক ও পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, জেলার সদস্য সচিব ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাজী আবদুর রাজ্জাক প্রমুখ। ডজ এম কাদের সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর হয়ে রংপুরে আসেন। তিনি দুই দিনের সফরে রংপুর ও লালমনিরহাটে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর