শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সরকার সবকিছুই অক্টোপাসের মতো ঘিরে ধরেছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার সবকিছুকেই একটা অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে। তিনি বলেন, আমরা বলছি না বিএনপিকে ক্ষমতায় বসান। বলছি দেশকে মুক্ত করুন। দমবন্ধ হয়ে যাচ্ছে। শ্বাস নেওয়ার ও মুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে সবাই মিলে। তিনি গতকাল দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের সবকিছুতে প্রতারণা, মানুষকে বোকা বানানোর চেষ্টা। অথচ একবারও ভাবে না যে, মানুষ বোকা নয়। সবকিছু মানুষ বোঝে। তাদের (সরকার) সমস্যা হচ্ছে তারা একটি গণ্ডির মধ্যে বাস করে। তাঁকে (প্রধানমন্ত্রী) বোঝানো হচ্ছে সবকিছু ঠিক আছে। আপনি এত জনপ্রিয়, এত উড়াল সড়ক, ফ্লাইওভার তৈরি করেছেন, দেশের মানুষ আপনাকে ছাড়া কিছু বোঝে না। আপনি যা বলবেন তাই হবে। এ ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে বারবার। মার্কেটে আগুন লাগা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ঢাকার পুরনো মার্কেটগুলোয় আগুন লাগছে। বঙ্গবাজার, নিউমার্কেট, এখন কৃষি মার্কেট দেখলাম। এ মার্কেটগুলো এখন আবার নতুন করে তৈরির সুযোগ সৃষ্টি করা হয়েছে। সেগুলা তৈরি করে নিজস্ব লোকদের বরাদ্দ দেওয়া হবে। আমরা আগুনে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। মানবাধিকার সংগঠন অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের সাজা বাতিল করে তাদের মুক্তির দাবি জানান মির্জা ফখরুল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

সর্বশেষ খবর