শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সমাবেশে ঘোষণা

দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেই না বাম জোট

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার দৃঢ় ঘোষণা দিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে তারা এ ঘোষণা দেন। একই সঙ্গে অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান বাম নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে ১৫-৩০ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন থানায় ও সারা দেশের উপজেলাগুলোতে সমাবেশ, ৫ অক্টোবর ঢাকায় প্রেস ক্লাবের সামনে অবস্থান, ৮-১৫ অক্টোবর জেলায় ও বিভাগীয় শহরে পদযাত্রা ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম সবুজ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী। বক্তারা বলেন, দেশের জনগণ একদিকে অর্থনৈতিকভাবে সংকটে আছে, অন্যদিকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত। তার ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই। অনিয়ন্ত্রিত বাজার সিন্ডিকেট করে দাম বাড়ানোয় মানুষের জীবন সংকটাপন্ন। দুর্নীতি-লুটপাট ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকার সর্বত্র আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। ফলে আওয়ামী লীগের ওপর জনগণ প্রচণ্ড বিক্ষুব্ধ। জনগণ পরিবর্তন চায়। কিন্তু এই সরকার যে কোনো উপায়ে আবারও ক্ষমতায় থাকতে চায়। দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। এবার মানুষ তা মানবে না। ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচন মানুষ দেখেছে। জনগণ ভোট দিতে পারেনি। রাতেই ভোট হয়ে গেছে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়ে বাম নেতারা বলেন, গণতান্ত্রিক অধিকারগুলো রক্ষা করতে হলে বাম গণতান্ত্রিক শক্তির আন্দোলনকে শক্তিশালী করতে হবে। চূড়ান্ত মুক্তি আসতে পারে বিপ্লবের মধ্য দিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে।

সর্বশেষ খবর