রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

জনগণের পক্ষে কথা বললেও সমস্যা

লালমনিরহাট প্রতিনিধি

জনগণের পক্ষে কথা বললেও সমস্যা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, জনগণের পক্ষে কথা বললেই এ সরকার মনে করে তাদের বিরুদ্ধে কথা বলছে। তারা (সরকার) আইন সংস্কার করে দেশে একনায়কতন্ত্র কায়েম করছে। রাষ্ট্রকে নিজের মতো করে ব্যবহার করছে। গণতন্ত্র ও অর্থনীতিকে ধ্বংস করছে। দুর্নীতিতে দেশ ভেসে গেছে। গতকাল সন্ধ্যায় লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদের এমপির সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদ হাসানের সঞ্চালনায় সম্মেলনের প্রধান বক্তা পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেন, বিএনপি ও আওয়ামী লীগের চরিত্র একই। এতে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দিন আহমেদ এমপি, কে টি ইউ তাসুর রহমান এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর (অব.) রানা মো. সোহেল এমপি, পনির উদ্দিন আহমেদ এমপি।

সর্বশেষ খবর