রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে মৃত্যু ৮০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গুজ্বরে মৃত্যু সব রেকর্ড ভেঙে ৮০০ ছাড়িয়েছে। গতকালও ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। এ সময়ে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৯৮ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৫৬২ জন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল আক্রান্তের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৮১, ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭১৭ জন। মারা যাওয়া ১৪ জনের মধ্যে রাজধানী ঢাকার পাঁচজন, বাকি নয়জন ঢাকার বাইরের। বর্তমানে মোট ১০ হাজার ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ২০৮ এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ হাজার ১২২ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৫৩ হাজার ৪২৮ জন। ডেঙ্গুতে এ বছর মারা গেছেন ৮০৪ জন। এর মধ্যে নারী ৪৬৯, পুরুষ ৩৩৫ জন। সেপ্টেম্বরের মাঝামাঝিতেই আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৫৪ জন, মারা গেছেন ২১১ জন। এ বছরের জানুয়ারিতে আক্রান্ত হয়েছেন ৫৬৬ জন, মারা গেছেন ছয়জন। ফেব্রুয়ারিতে আক্রান্ত হয়েছেন ১৬৬ জন, মারা গেছেন তিন জন। মার্চে আক্রান্ত হয়েছেন ১১১ জন। এপ্রিলে আক্রান্ত হয়েছেন ১৪৩ জন, মারা গেছেন দুজন। মে-তে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬ জন, মারা গেছেন দুজন। জুনে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৫৬ জন, মারা গেছেন ৩৪ জন। জুলাইয়ে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮৫৪ জন, মারা গেছেন ২০৪ জন। আগস্টে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৯৭৬ জন, মারা গেছেন ৩৪২ জন।

সর্বশেষ খবর