রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

আদিলুর-এলানের কারাদণ্ডে দুঃখ প্রকাশ ফ্রান্স-জার্মানির

কূটনৈতিক প্রতিবেদক

অধিকার সম্পাদক আদিলুর রহমান খান ও এর পরিচালক এ এস এম নাসিরউদ্দিন এলানকে কারাদণ্ড দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ফ্রান্স ও জার্মানি। গতকাল বাংলাদেশে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জান জানোস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুই দেশের বিবৃতিটি পোস্ট করেছেন।

বিবৃতিতে বলা হয়, ফ্রান্স ও জার্মানি বাংলাদেশের আইনের শাসনের পাশাপাশি গণতান্ত্রিক অর্জনের প্রতি গভীরভাবে সংযুক্ত এবং তারা সারা বিশ্বের মতো বাংলাদেশেও মানবাধিকার   রক্ষাকারীদের সমর্থন অব্যাহত রাখবে। বিবৃতিতে আরও বলা হয়, আদিলুর রহমান খান এবং এ এস এম নাসিরুদ্দিন এলান সম্পর্কে বাংলাদেশের আদালতের সিদ্ধান্তের জন্য আমরা উদ্বিগ্ন। আমরা এ পরিস্থিতিতে কর্তৃপক্ষের কাছে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি এবং এ ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের সংলাপ বজায় রাখব। এতে উল্লেখ করা হয়, মানবাধিকার সংস্থা অধিকারের পক্ষে, মানবাধিকার এবং আইনের শাসন নিয়ে কাজ করে ২০১৭ সালে ফ্রাঙ্কো-জার্মান পুরস্কার পেয়েছিলেন আদিলুর রহমান খান। প্রতিটি জাতির সমৃদ্ধির জন্য একটি প্রাণবন্ত নাগরিক সমাজ অপরিহার্য। ১২ সেপ্টেম্বর ঢাকার একটি ট্রাইব্যুনাল আইসিটি আইনের একটি মামলায় অধিকারের দুই কর্মকর্তাকে দুই বছর করে কারাদণ্ড দেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশের অ্যাকশন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার।

সর্বশেষ খবর