সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

অবিশ্বাস্য এক ফাইনাল

লঙ্কাকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন ভারত

আসিফ ইকবাল

অবিশ্বাস্য এক ফাইনাল

খেত্তারামার প্রেমাদাসা স্টেডিয়ামে ৩৫ হাজার ক্রিকেটপ্রেমীর সামনে নতুন ইতিহাস লিখেছে ভারত।

সাদা বল হাতে সুইং, গতি ও বাউন্সের ঝড় তুলে নতুন গল্প লিখেছেন মোহাম্মদ সিরাজ। ডানহাতি ফাস্ট বোলার সিরাজের রেকর্ড গড়া বোলিংয়ে এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছে হেসেখেলে। ১২৯ বলের ফাইনাল ভারত জিতেছে ১০ উইকেটে আকাশসমান ব্যবধানে। এশিয়া কাপের ইতিহাসে রোহিত শর্মার ভারত এবার নিয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হলো। দলটি সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৮ সালে দুবাইয়ে বাংলাদেশকে হারিয়ে। ২৬৩ বল হাতে রেখে ভারতকে চ্যাম্পিয়ন করার নায়ক সিরাজ হয়েছেন ম্যাচসেরা। তার বোলিং স্পেল ছিল ৭-১-২১-৬! ৫২ বছরে ৪৬৪৯ ওয়ানডে ইতিহাসে সিরাজ তৃতীয় বোলার হিসেবে এক ওভারে ৩ উইকেট নেওয়ার বিরল রেকর্ড গড়েছেন। এর আগে এক ওভারে ৪ উইকেট নেওয়ার রেকর্ডের মালিক ছিলেন শ্রীলঙ্কার দুই পেসার চামিন্দা ভাস ও ল্যাসিথ মালিঙ্গা। সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ৬ রানে হেরেছিল ভারত। হারের পর তীব্রভাবে সমালোচিত রোহিত বাহিনী গতকাল ৬ পরিবর্তন এনে খেলতে নামে। বৃষ্টি¯œাত দিনে টস জিতে ব্যাটিং নেয় দাসুন শানাকার শ্রীলঙ্কা। প্রথম ওভারে কুশল পেরেরাকে হারানোর পর বিপর্যয় শুরু হয় স্বাগতিকদের। সে বিপর্যয় শেষ হয় ১৫.২ ওভারে। ৯২ বল স্থায়িত্ব ইনিংসের কফিনে একের পর এক পেরেক ঠুকেছেন সিরাজ। ৭ ওভারের স্পেলে সিরাজ ২১ রানের খরচে নেন ৬ উইকেট; যা শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয়দের সেরা বোলিং। আগের সেরা বোলিং ছিল আশীষ নেহেরার, ৫৯ রানে ৬ উইকেট। তবে ভারতীয়দের সেরা বোলিং স্টুয়ার্ট বিনির, ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ৪-২-২-৪-৬! শ্রীলঙ্কার ৫০ রানের ইনিংস ভারত টপকে যায় দুই তরুণ ওপেনার শুভমান গিল ও ইশান কিশানের দৃঢ়তায়। দুই ওপেনার দলকে জয়োৎসবে ভাসাতে খরচ করেন ৬.১ ওভার বা ৩৭ বল। গিল অপরাজিত ছিলেন ১৯ বলে ২৭ রানে এবং ইশান ১৮ বলে ২৩ রানে। ভারত ৩৭ বলে চ্যাম্পিয়ন হয়ে গড়েছে নতুন রেকর্ড। যে কোনো আসরের ফাইনালে এর চেয়ে বেশি বল হাতে রেখে জয়ের কোনো রেকর্ড নেই। আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার, ইংল্যান্ডের বিপক্ষে ২২৬ বলে। ওয়ানডেতে এত বল হাতে রেখে জয়ের রেকর্ড শ্রীলঙ্কার, ২৭৪ বলে জিম্বাবুয়ের বিপক্ষে। ওয়ানডে ক্রিকেটে এরচেয়ে কম বলে মীমাংসা হয়েছে আরও দুটি ম্যাচ। ২০২০ সালে নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ শেষ হয়েছিল ১০৪ বলে। ২০০১ সালে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের ম্যাচ শেষ হয়েছিল ১২০ বলে। সিরাজের বিধ্বংসী বোলিংয়ে শ্রীলঙ্কা ১৫.২ ওভারে ৫০ রানে অলআউট হয়েছে; যা ভারতের বিপক্ষে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড। আগের সর্বনিম্ন ছিল ৭৩ রান, গত জানুয়ারিতে। তবে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর ৪৩, ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০.১ ওভারে।

সর্বশেষ খবর