মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

আলাদা দল গঠন করলে আপত্তি নেই

নিজস্ব প্রতিবেদক

আলাদা দল গঠন করলে আপত্তি নেই

বিএনপির সাবেক দুই নেতা শমসের মবিন চৌধুরী ও খন্দকার তৈমূর আলম তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছেন- এমন খবরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেউ আলাদা দল গঠন করলে আপত্তি নেই। গতকাল গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, তারা দুজন বর্তমানে আমাদের দলের সদস্য নন। সুতরাং তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতেই পারেন। এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। বিএনপি একটা বিশাল প্রবাহমান নদীর মতো। এখানে কত খড়কুটা আসে কত খড়কুটা যায়। কাজেই বিএনপির কিছু যায় আসে না। এখন পর্যন্ত যারা বিএনপি থেকে আলাদা হয়েছেন তাদের কেউ আলাদা দল গঠন করলে এতে দলের (বিএনপি) আপত্তি নেই। দ্যাট ইজ বিএনপি।

বিএনপি মহাসচিব বলেন, কখন আন্দোলন কোন দিকে মোড় নেবে সেটা রাস্তা বলে দেবে। জনগণের স্বার্থের বাইরে গেলে কোনো সরকার টিকে থাকতে পারে না। জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই সরকারও টিকে থাকতে পারবে না। এ বিষয়ে তরুণদের হতাশ না হওয়ার কথা জানিয়েছেন ফখরুল। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, বিএনপি সবাইকে স্বাধীনতা দেয়। যে যার ইচ্ছামতো রাজনীতি করতে পারে। বিএনপি করতে চায় করবে, নতুন দল গঠন করতে চায় করবে।

সর্বশেষ খবর