মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত নিজাম সরকার চালিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং মেঘনা উপজেলার নলচর গ্রামের আক্কাছ আলী মেম্বারের ছেলে ও চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হুমায়ূন কবিরের ছোট ভাই। গতকাল সকালে আধিপত্য বিস্তার  নিয়ে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ূন কবির ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা কাইয়ূম গ্রুপে সংঘর্ষ হয়। এতে আনিছ সরকার (১৮), টিটু সরকার (২৮), সুমন (২৫), দেলোয়ার (২৮), শাকিল (২২), খালেদ হাসান, (১৯) রমজান (৩৬), ইব্রাহীম (৩০), হানিফ (৪৫) ও ওসমান (৩৫) আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলে এবং বাকি কয়েকজনকে সোনারগাঁওসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে মেঘনা থানা পুলিশ পাঁচজনকে আটক করেছে। নিহত নিজামের স্ত্রী সালমা আক্তার বলেন, সোমবার সকালে চালিভাঙ্গা গ্রামে সংঘর্ষের খবর পেয়ে তার স্বামী সেখানে গেলে প্রতিপক্ষরা তাকে টেঁটা দিয়ে আঘাত করে। এতে সে আহত হয় এবং ঢাকায় নেওয়ার পথে মারা যায়। এ বিষয়ে কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, হামলায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

সর্বশেষ খবর