বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

লুটেরাদের নয় বিচার করছে বিএনপির

নিজস্ব প্রতিবেদক

লুটেরাদের নয় বিচার করছে বিএনপির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজকে চোর-ডাকাত দুর্নীতিবাজদের আটক করা হচ্ছে না, বিচার হচ্ছে না, বিচার হচ্ছে বিএনপি নেতা-কর্মীদের। তাদের অপরাধ তারা গণতন্ত্রের কথা বলে, সত্যি কথা বলে, দেশের কথা বলে। লুটপাট করলে অপরাধ নেই, দেশের কথা বলা আজ অপরাধ।

গতকাল কেরানীগঞ্জের জিঞ্জারায় দলীয় কার্যালয়ের সামনে সরকার পতনের একদফা দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। সভা সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক নিপুন রায়। মির্জা আব্বাস আরও বলেন, দেশে গণতন্ত্র কায়েম করতে হবে। গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আপনারা (সরকার) বলছেন, ক্ষমতা ছাড়লে আপনারা এক রাতে শেষ হয়ে যাবেন। আমি বলছি আপনাদের কিছুই হবে না। দয়া করে ক্ষমতা ছাড়ুন, মানুষকে রক্ষা দেন। তিনি বলেন, আপনারা ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করেছেন, এখন কেন ভয় পাচ্ছেন? কারণ, আপনাদের লুটপাট ও দুর্নীতি আজ দেশ-বিদেশের কাছে প্রমাণ হয়ে গেছে। আব্বাস বলেন, আপনি পুলিশ ডিসি দিয়ে দিনের ভোট রাতে করাবেন, পুলিশ দিয়ে আটক করে বিচারক দিয়ে রায় দিয়ে বিএনপি নেতা-কর্মীদের সাজা দেবেন তাতো হবে না। এভাবে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি, আপনারাও পারবেন না।

সর্বশেষ খবর