বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনে কে এলো না এলো বড় কথা নয়

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নির্বাচনে কে এলো না এলো বড় কথা নয়

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘নির্বাচনে কে এলো, না এলো সেটা বড় কথা নয়। বড় কথা হলো ভোটাররা নির্বিঘ্নে এসে ভোট দেবে, ঈদের মতো উৎসবমুখর পরিবেশে ভোট দেবে; সেই ভোটে যদি আপনি জেতেন তাহলে আপনি হবেন নেতা। তবে একটা কথা। চুরি করে নেতা হওয়া যাবে না।’ কাদের সিদ্দিকী গতকাল সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার শালগ্রামপুর বাজারে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। তিনি বলেন, ‘স্বাধীনতা যারা ক্ষুণ্ন করতে চায়, স্বাধীনতা যারা ধ্বংস করতে চায় তারা আইয়ুব খানের সন্তান হলেও বাংলাদেশে তাদের জায়গা নাই। আমেরিকা, চীন, মধ্যপ্রাচ্য সারা দুনিয়া যদি আসে বাঙালিদের সঙ্গে তারা পারবে না। বাংলদেশ আমাদের দেশ, আমরা আমাদের ইচ্ছামতো যাকে পছন্দ তাকে দিয়ে দেশ চালাব।’ দেলোয়ার হোসেন নবীর সভাপতিত্বে সম্মেলনে বঙ্গবীর আরও বলেন, ‘বিএনপির ভাইয়েরা একবারের জন্যও বলে নাই হাওয়া ভবন করে আমাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে ক্ষমা চাই। উনারা নাকি খুব পপুলার। উনারা নাকি আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী হবে। আচ্ছা হয়ে দেখান, ইয়াহিয়া খানও চেয়েছিল কিন্তু মাটি পায় নাই। বাংলার মানুষের মতামত ছাড়া, বাংলার মানুষের ইচ্ছা ছাড়া বাংলার মাটি কেউ পাবে না।’ সম্মেলনে আরও বক্তৃতা করেন কৃষক শ্রমিক জনতা লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল-মনসুর আজাদ সিদ্দিকী, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ টি এম সালেক হিটলু, উপজেলা কমিটির আহ্বায়ক আবদুস সবুর খান, পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, দুলাল হোসেন, সানোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, আশিক জাহাঙ্গীর, আলমগীর হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর