বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ক্রীড়া প্রতিবেদক

নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি টি-১০ লিগে বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। সংস্থার ভাষ্য, ২০২১ সালের টুর্নামেন্টে ম্যাচ দুর্নীতির চেষ্টা করা হয়েছিল। যদিও তা বাস্তবে রূপ নেয়নি। এ জন্য নাসিরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে আইসিসি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এ অভিযোগ পেয়েছে তারা। অভিযুক্ত আটজনের মধ্যে নাসিরই একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার। এর বাইরে আছেন দলটির মালিক ও ম্যানেজার। নাসিরের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোডের তিন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়। ২.৪.৩ ধারায় আছে নাসির ৭৫০ ইউএস ডলারের উপহারের রসিদ দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে দেখাতে ব্যর্থ হয়েছেন। এতে মনে করা হচ্ছে, তিনি ওই অর্থ ঘুষ হিসেবে নিয়েছেন।

সর্বশেষ খবর