শিরোনাম
বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

এবার আওয়ামী লীগের টানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর শনিবার থেকে টানা আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথ সভায় এ কর্মসূচি ঠিক করা হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এ উপলক্ষে ওইদিন কেন্দ্রীয়ভাবে ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।

তিনি আরও বলেন, চলমান রাজনৈতিক কর্মসূচি হিসেবে ২৩ সেপ্টেম্বর শনিবার দুপুর আড়াইটায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশ করা হবে। ২৫ সেপ্টেম্বর সোমবার উত্তরা ও যাত্রাবাড়ীতে সমাবেশ। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার কেরানীগঞ্জে সমাবেশ। ২৭ সেপ্টেম্বর টঙ্গিতে সমাবেশ। একই দিনে মিরপুরের কাফরুলে সমাবেশ। ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা। একই সঙ্গে সারা দেশে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক সমাবেশ। ৪ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইতে সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়াও কর্মসূচি চলমান থাকবে বলেও জানান হানিফ। দিনক্ষণ পরবর্তীতে জানানো হবে বলেও তিনি জানান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব-উল আলম হানিফ বলেন, আমরা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছি না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধারাবাহিক কর্মসূচি পালন করছি। তাছাড়া এ মাসেই তো আমাদের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কর্মসূচি রয়েছে। সেটাও কি পাল্টাপাল্টি? বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, আফজাল হোসেন, সম্পাদকম লীর সদস্য আবদুস সবুর, ফরিদুন্নাহার লাইলী, ড. সেলিম মাহমুদ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শামসুন্নাহার চাঁপা, সায়েম খান, ঢাকা মহানগর উত্তর সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, দক্ষিণ সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সরোয়ার ডেইজী ও সাধারণ সম্পাদক শারমীন সুলতানা লিলি প্রমুখ।

সর্বশেষ খবর