শিরোনাম
শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

দাবি না মানলে হরতাল-অবরোধ

নিজস্ব প্রতিবেদক

দাবি না মানলে হরতাল-অবরোধ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার দাবি না মানলে প্রয়োজনে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে। তিনি বলেন, হরতাল অবরোধ কোনো সহিংস কর্মসূচি নয়। হরতাল অবরোধও শান্তির কর্মসূচি। জনগণকে সম্পৃক্ত করে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে একটি অবৈধ সরকারকে অচল করে দেওয়া হবে।গতকাল জাতীয় প্রেসক্লাবে নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, জনগণকে সম্পৃক্ত করে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। এই হরতাল অবরোধ- আজকের শান্তির প্রবক্তারাই চালু করেছে। সরকার যদি আমাদের রোডমার্চ, মিছিলে জনগণের সম্পৃক্ততায় কোনো বার্তা না পায় বা না বোঝে, তাহলে দিনের পর দিন হরতাল অবরোধ করে দেশ অচল করে দেওয়ার মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে আনুষ্ঠানে সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী, বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম, ডিইউজে একাংশের সহ-সভাপতি রাশেদুল হক, যুবদল নেতা মেহবুব মাসুম শান্ত, ওমর ফারুক কাওসার প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর