শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি পর্যবেক্ষক আসুক আর না আসুক, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। গতকাল চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর লেনের ওয়াইএনটি সেন্টারে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনটা আমাদের। আমাদের নির্বাচন কেউ পর্যবেক্ষণ করল কি করল না- এতে কিছুই আসে যায় না। এটি নিয়ে বিএনপিকেও দেশ অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হবে না।’ তিনি উল্লেখ করেন, এরই মধ্যে স্থানীয় সরকারসহ যেসব নির্বাচন হয়েছে সেগুলো অত্যন্ত সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হয়েছে। বিদেশি পর্যবেক্ষক বিষয়ে তথ্যমন্ত্রী প্রশ্ন করেন, ‘ভারতে যখন নির্বাচন হয় তখন বিদেশি পর্যবেক্ষকরা সেখানে যান কি? কিংবা ইউরোপের বিভিন্ন দেশে যখন নির্বাচন হয় সেখানে কি আমাদের দেশ থেকে কিংবা অন্য কোনো দেশ থেকে পর্যবেক্ষক যায়? যায় না। অথচ আমাদের দেশে নির্বাচন আসলে কে পর্যবেক্ষণ করল, কে করল না- এগুলো নিয়ে নানা মাতামাতি হয়।’এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর