শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সরকার দেশকে দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে

নিজস্ব প্রতিবেদক

সরকার দেশকে দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে

এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, সরকার নির্বিকার। জনগণ যেন লাওয়ারিশ। দেশে জনগণের নির্বাচিত সরকার না থাকলে জনগণের খোঁজখবর নেবে কে? সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। সরকার গোটা দেশকে অরাজকতা, অপশাসন এবং দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে। সর্বত্র হাহাকার। অন্যদিকে অতিবর্ষণ ও বন্যার কারণে মানুষের কষ্টের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। এ অবস্থার পরিবর্তন বা পরিত্রাণের কোনো লক্ষণ নেই। গরিবের ভাগ্যোন্নয়নের কোনো প্রকল্প নেই। গতকাল রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অলি আহমদ বলেন, সরকারের অযোগ্যতা, অক্ষমতা ও অব্যবস্থাপনার কারণে জনগণ মানবেতর জীবনযাপন করছে। নিত্যপণ্যের মূল্য হুহু করে বৃদ্ধি পাচ্ছে। মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য নেই। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর