রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

গণমাধ্যমের কণ্ঠরোধের কোনো ধারা নেই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গণমাধ্যমের কণ্ঠরোধের কোনো ধারা নেই

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাইবার সিকিউরিটি আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধ করার মতো কোনো ধারা নেই। এ সময় তিনি অভিযোগ উত্থাপনকারী জাপা নেতা জি এম কাদেরকে আইনটি ভালো করে পড়ে দেখার অনুরোধ করেন।

গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হাবিবুল ইসলাম মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে ‘সাইবার সিকিউরিটি আইন গণমাধ্যমের কণ্ঠরোধে করা হয়েছে’- জি এম কাদেরের এমন মন্তব্যের জবাবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান উপহার দিয়েছিলেন, সেই সংবিধানে তিনি বলেছিলেন- রাষ্ট্র দুটি জিনিসকে মৌলিক অধিকার হিসেবে গ্যারান্টি দেয়। অনেক মৌলিক অধিকারের মধ্যে সেই দুটি মৌলিক অধিকার হলো বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা। কিন্তু জিয়াউর রহমান ও জি এম কাদের সাহেবের ভাই এরশাদ সাহেব এই দুটি মৌলিক অধিকারই নষ্ট করেছিলেন। সেখানে জননেত্রী শেখ হাসিনা গণমাধ্যমের স্বাধীনতা এবং বাকস্বাধীনতা নিশ্চিত করেছেন।’

আনিসুল হক উল্লেখ করেন, এরশাদ ১৯৮২ সালে মার্শাল ল দিয়ে জনগণের কণ্ঠরোধ করেছিলেন। এরশাদ ও জিয়াউর রহমান দুজনেই মার্শাল ল দিয়ে এ দেশের মানুষের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা ও সাংবাদিকদের স্বাধীনতা ধ্বংস করে গেছেন। সেখানে শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে কাজ করেছেন। ‘যারা সাইবার ক্রাইম করে তাদের জন্যই আইনটি করা হয়েছে।’

সর্বশেষ খবর