সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
ডিএমপি মুখপাত্র

পুলিশে কাদের ওপর ভিসানীতি তালিকা আসেনি

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাংলাদেশ পুলিশের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন। তিনি বলেন, পুলিশ আইনের মধ্যে থেকেই কাজ করে। ভিসা বিধিনিষেধে দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত ঘটাবে না। এতে পুলিশের কাজের গতিও কমবে না।

গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পুলিশের ডিসি ফারুক হোসেন আরও বলেন, ভিসানীতি নিয়ে আমরা শনিবার যে নিউজটি দেখেছি সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা স্পষ্টভাবে বলা আছে। তারা বলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ করেছে। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে তারা ভিসা নীতি প্রয়োগ করেছে সে তালিকা কিন্তু আমরা পাইনি। এখানে অবসরপ্রাপ্ত কোনো পুলিশ সদস্য থাকতে পারেন আবার অন্য কোনো বাহিনীর সদস্য থাকতে পারেন। অথবা দায়িত্বে থাকা পুলিশ অফিসার বা অন্য কোনো বাহিনীর সদস্যও হতে পারেন। যাদের বিরুদ্ধে ভিসানীতি আসবে তারা হয়তো আমেরিকাতে যেতে পারবেন না। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা ২ লাখের বেশি। এ সদস্যদের মধ্যে কতজন যুক্তরাষ্ট্রে যেতে চান আমার প্রশ্ন। খুবই নগণ্য কিছু লোক হয়তো আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখে অথবা ছেলে- মেয়েদের পাঠানোর চিন্তা করে। এ দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশ পুলিশের ওপর এ ভিসানীতির কোনো প্রভাব পড়বে না।

সর্বশেষ খবর