সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রতারণা মামলায় সেই চাঁদের তিন বছর জেল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিতর্কিত বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় তিন বছরের কারাদন্ড দিয়েছেন রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১। গতকাল বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম এ রায় দেন। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আবু সাঈদ চাঁদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন ১৪ লাখ ৫২ হাজার টাকা নিয়েছিলেন চাকরি দেওয়ার কথা বলে। তিনি ১৩ জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে। ২০০৭ সালে চারঘাট উপজেলার চকগোচর এলাকার মাসুদ রানা এ নিয়ে মামলা করেন। সে মামলায় আবু সাঈদ চাঁদকে তিন বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলিম উদ্দিন এবং ওয়াজ নবীকে খালাস দেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী শামসাদ বেগম মিতালী বলেন, ‘এ মামলার সঙ্গে আবু সাঈদ চাঁদ কোনোভাবে জড়িত নন। এ মামলায় অন্য দুজন শিক্ষকও অভিযুক্ত ছিলেন। এটি একটি ভোকেশনাল স্কুলের নিয়োগের মামলা। এখানে তার কোনো সই-সাক্ষ্য কিছুই ছিল না। তিনি চেয়ারম্যান ছিলেন এটাই তার অপরাধ। এ জন্যই তাকে সাজা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর