শিরোনাম
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সাক্ষাৎকার

ঝুঁকিপূর্ণ ভবন সিটি করপোরেশনকেই ভাঙতে হবে

ইকবাল হাবিব

নিজস্ব প্রতিবেদক

ঝুঁকিপূর্ণ ভবন সিটি করপোরেশনকেই ভাঙতে হবে

নগর বিশেষজ্ঞ স্থপতি ইকবাল হাবিব বলেছেন, সিটি করপোরেশনের ঘোষিত ঝুঁকিপূর্ণ মার্কেট ভাঙার দায়িত্ব তাদেরই। যদিও অনেক আগে দুই সিটি করপোরেশন থেকে অনেক মার্কেটকে ঝুঁকিপূর্ণ হিসেবে

ঘোষণা করা হয়েছিল। কিন্তু তারা ভবনগুলো অপসারণ করেনি। তাই তাদেরই এখন দায়িত্ব নিয়ে এগুলো দ্রুত অপসারণ করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ইকবাল হাবিব বলেন, সিটি করপোরেশনকে উদ্যোগ নিতে হবে। ভবনগুলো বসবাস অযোগ্য হওয়ার সঙ্গে সঙ্গে সব ইউলিটি সেবা (গ্যাস, পানি, বিদ্যুৎ) বন্ধ করে দিতে হবে। একই সঙ্গে বড় করে সাইন বোর্ড টানিয়ে দিতে হবে যেখানে লেখা থাকবে- ভবন বিপজ্জনক, কেউ বসবাস করবেন না। তিনি বলেন, যখনই কোনো অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটে তখনই সংস্থাগুলো নড়েচড়ে বসে। কিছুদিন পর তৎপরতা আর লক্ষ করা যায় না। এক ধরনের মেনে নেওয়ার সংস্কৃতি গড়ে উঠেছে। জবাবদিহিতা না করার সংস্কৃতি আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। তিনি আরও বলেন, ‘ঘোষিত ঝুঁকিপূর্ণ ভবন জেনেও বিভিন্ন সংস্থা নিমিষেই ইউলিটি সেবাগুলো দেয়, যা আগুন লাগার অন্যতম কারণ। পরবর্তীতে যখন কোনো ঘটনা ঘটে তখন সংস্থাগুলো দায়িত্ব এরিয়ে যায়। মগবাজার, গুলিস্থানে ঘটনার পর আমরা নিশ্চিত ছিলাম এবার তিতাশ গ্যাস শাস্তি পাবে, বিদ্যুৎ বিভাগ শাস্তি পাবে, রাজউক শাস্তি পাবে। কিন্তু কোনোটিই শাস্তি পায়নি। এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের পর অনেকগুলো ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত হয়েছে। একটাও ভেঙেছে? ব্যবসায়ীদের কাছে যখন সব সিদ্ধান্ত চলে যায় তখন আমাদের পরিণতি এই হবে!’

সর্বশেষ খবর