শিরোনাম
বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ফের ভয়াবহ ব্যাটিং ব্যর্থতা

ক্রীড়া প্রতিবেদক

ফের ভয়াবহ ব্যাটিং ব্যর্থতা

হার দিয়ে বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি শেষ করল বাংলাদেশ। গতকাল মিরপুর স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচটি হেরেছে ৭ উইকেটের আকাশসমান ব্যবধানে। আগের ম্যাচটি হেরেছিল ৮৬ রানে। সিরিজের প্রথম ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। নিউজিল্যান্ড সিরিজের হারের তিক্ততা নিয়ে আজ ভারতের গুয়াহাটিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আসামের গুয়াহাটিতে ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২ অক্টোবর বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ সাকিব বাহিনীর। গতকাল বিশ্বকাপ ক্রিকেটের জন্য যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে ফিটনেসের জন্য জায়গা হয়নি তামিম ইকবালের। প্রথমবারের মতো খেলবেন নাজমুল হোসেন শান্ত, ওপেনার তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। নিজেকে প্রমাণ করে ফিরেছেন মাহমুদুল্লাহ। তবে অবাক করেছে বাঁ হাতি ওপেনার তামিমের দলে না থাকায়। তাকে বাদ দেওয়া হয়েছে

বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম ম্যাচে নিউজিল্যান্ড আগে ব্যাটিং করেছিল। দ্বিতীয় ওয়ানডেতেও আগে ব্যাটিং করেছিল সফরকারীরা। ওই ম্যাচে ব্ল্যাক ক্যাপস লেগ স্পিনার ইশ সোধীর ঘূর্ণিতে হেরে যায় ৮৬ রানে। গতকাল টস জিতে ব্যাটিং করে নাজমুল বাহিনী। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে প্রথম দুটি ওয়ানডেতে নেতৃত্ব দেন লিটন দাস। গতকাল ১৬তম টাইগার ওয়ানডে অধিনায়ক হিসেবে টস করেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচে সফরকারী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৪.৩ ওভারে ১৭১ রানে অলআউট হয় টাইগাররা। শেষ ৪ উইকেটে হারায় মাত্র ৩ রানে এবং ১৯ বলের ব্যবধানে। নাজমুল হোসেন শান্ত একাই ব্যাটিং করেছেন। খেলেছেন ৮৪ বলে ১০ চারে ৭৬ রানের প্রত্যয়ী ইনিংস। ২১ রানের ইনিংস খেলার পথে তামিম, মুশফিক ও সাকিবের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫ হাজারি ক্লাবে নাম লিখেন মাহমুদুল্লাহ। ১৭২ রানের টার্গেটে ১৫.১ ওভার হাতে রেখে সিরিজ নিশ্চিত করে নিউজিল্যান্ড। বাংলাদেশে পঞ্চমবারের মতো সিরিজ খেলতে এসে তৃতীয়বারের মতো সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। দলটির পক্ষে উইল ইয়াং সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন ৮০ বলে ১০ চার ও ১ ছক্কায়। হেনরি নিকোলস ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন ৮৬ বলে ৪ চার ও ১ ছক্কায়। বিশ্বকাপে সুযোগ পাওয়া শরিফুল ২টি ও নাসুম একটি উইকেট নেন।

 

সর্বশেষ খবর