শিরোনাম
বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক চমৎকার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক চমৎকার

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্র কাকে ভিসা দেবে, না দেবে- এটা তাদের ব্যাপার। এটি নিয়ে আমরা মাথা ঘামাই না। আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত চমৎকার। ভিসানীতি বিচ্ছিন্ন বিষয়। তবে আমি মার্কিন রাষ্ট্রদূতের একটি কথায় উদ্বিগ্ন। তিনি বলেছেন, ভিসানীতির আওতায় গণমাধ্যমও আসবে। গণমাধ্যমে সাংবাদিক, কলামিস্টের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা মনে করছেন, এটি আমাদের স্বাধীন গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ। মন্ত্রী গতকাল বিকালে রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের গণমাধ্যম অত্যন্ত স্বাধীন এবং স্বচ্ছভাবে কাজ করে। আমাদের গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী। শক্তিশালী স্বাধীন গণমাধ্যম সবসময় গণতন্ত্রের সহায়ক হিসেবে কাজ করে। সুতরাং কোন যুক্তিতে আপনারা অন্য কাকে ভিসা দেবেন, না দেবেন কিছু আসে যায় না। আপনারা কোন আওয়ামী লীগ নেতাকে ভিসা দিলেন কিংবা দিলেন না, কোন বিএনপি নেতাকে ভিসা দিলেন কি দিলেন না, এতে কিছু আসে যায় না। আমরা কিছু মনে করি না। এটা আপনাদের ব্যাপার। কিন্তু কোনো গণমাধ্যমের ওপর ভিসানীতি কার্যকর হবে, সেটি আমার বোধগম্য নয়।

মাদরাসা মাঠের পাশের সড়কে অনুষ্ঠিত সম্মেলনে মহানগর যুবলীগ সভাপতি রমজান আলীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, জেলা আওয়ামী লীগ সভাপতি অনীল সরকার, সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা, নগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, এমপি এনামুল হক, ডা. মনসুর রহমান ও আয়েন উদ্দিন, সংরক্ষিত আসনের এমপি আবিদা আনজুম মিতা, যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন।

সর্বশেষ খবর