শিরোনাম
বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

খালেদা জিয়ার অবস্থা অবনতিশীল

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার অবস্থা অবনতিশীল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতিশীল বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, সোমবার তাঁকে দেখতে গিয়েছিলাম। বেগম জিয়ার উন্নত চিকিৎসা দরকার। কিন্তু এ সরকারের কানে পাথর ঢুকেছে। সরকার চিকিৎসক ও জনগণের দাবি শুনতে পায় না। কারণ তাদের অশুভ উদ্দেশ্য হচ্ছে- কীভাবে বেগম জিয়াকে নিঃশেষ করা যায়। এ সরকার খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরাতে চায়।

গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে রিজভী আরও বলেন, মধ্যবিত্তরা কারও কাছে কিছু চাইতে পারে না, তারা নীরবে কান্না করছে। এ সরকার সিন্ডিকেটবান্ধব। চিনির কেজি ১৩৫ টাকা সরকার নির্ধারণ করেছে। বাজারে বিক্রি হচ্ছে ১৪৫ টাকা থেকে ১৫০ টাকা। সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। যারা এ বাজার নিয়ে ফটকাবাজি করে তারা আওয়ামী লীগের লোক। বাণিজ্যমন্ত্রী বলেছেন, নিয়ন্ত্রণ করা যায় না। তারপরও তিনি বহাল তবিয়তে মন্ত্রী আছেন।

সর্বশেষ খবর