শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রস্তুতি ম্যাচে সাকিব নেই কেন

ক্রীড়া প্রতিবেদক

প্রস্তুতি ম্যাচে সাকিব নেই কেন

প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হয়ে গেছে বিশ্বকাপ ক্রিকেটের। শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপও। যদিও বিশ্বকাপের মূল মঞ্চ শুরু ৫ অক্টোবর। আসামের গুয়াহাটিতে গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছেন টাইগাররা। কিন্তু ম্যাচটিতে খেলেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। টাইগার অধিনায়ক কেন খেলেননি, পরিষ্কার নয়। ম্যাচ শুরুর পর ধারাভাষ্যকার দিনেশ কার্তিক জানান, অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন সাকিব। এ জন্য তিনি এ (শ্রীলঙ্কা) ম্যাচে মাঠের বাইরে। আরেকটি সূত্র জানিয়েছে, সাকিবের কোনো ধরনের চোট নেই, তিনি বিশ্রামে আছেন। দিনেশ জানান, ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন সাকিব। কিন্তু পরিষ্কার করে বলতে পারেননি চোট কতটা মারাত্মক। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর, আফগানিস্তানের বিরুদ্ধে হিমাচলের ধর্মশালায়।

সর্বশেষ খবর