শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে বাংলাদেশি তরুণীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা

কলকাতা প্রতিনিধি

ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের স্বরূপনগরে নৃশংসভাবে এক বাংলাদেশি তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে। ওই তরুণী একটি বিউটি পারলারে চাকরি করতেন। মঙ্গলবার ভোরে হাত-পা বাঁধা এবং অর্ধদগ্ধ অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে। এ বিষয়ে পুলিশ সুপার ড. জোবি থমাস বলেন, ‘মঙ্গলবার সকালে আন্তর্জাতিক সীমান্ত থেকে ৮ কিলোমিটার দূরে স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রামের একটি মাঠ থেকে আমরা লাশ উদ্ধার করি। এটি এক তরুণীর অর্ধদগ্ধ লাশ। এরপর আমরা একটা খুনের মামলা করি এবং তদন্ত শুরু হয়। তখন ওই তরুণীর পরিচয় জানা যায়। তিনি একজন বাংলাদেশি নাগরিক। তার নাম সুমাইয়া আক্তার বৃষ্টি, বাড়ি ঢাকার শ্যামপুরে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘ওই তরুণী মুম্বাইতে একটি বিউটি পারলারে কাজ করতেন। তার সঙ্গে পরিচয় আছে এমন একটি দালালের সন্ধান পেয়েছি। ওই অভিযুক্তকে গ্রেফতারও করেছি। স্বরূপনগরের বাসিন্দা ওই ব্যক্তির নাম নাছির আলী মোল্লা। বৃহস্পতিবার রাতে বিথারী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কোনো লোক জড়িত কি না তদন্ত করে দেখা হচ্ছে।’

গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে বসিরহাট জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, ওই তরুণীকে প্রথমে হাত-পা বেঁধে অকথ্য নির্যাতন করা হয়। এরপর গলা কেটে হত্যা করা হয়। তরুণীর পরিচয় গোপন করতে তার মুখ পুড়িয়ে দেওয়া হয়।। গ্রামবাসীরা যখন ওই লাশ দেখতে পান, সে সময় তরুণীর পরিহিত ওড়না থেকে ধোঁয়া বের হচ্ছিল।

হত্যার উদ্দেশ্য সম্পর্কে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ওই তরুণীর সঙ্গে থাকা অর্থ ও গহনা লুট করার জন্যই তাকে খুন করা হয়েছে। কারণ তার বাংলাদেশে ফেরার কথা ছিল। এ সময় তার হাতে মোটা অর্থ ও গহনা ছিল।

এদিকে ঘটনা নিয়ে বৃহস্পতিবার তরুণীর বিকৃত লাশের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটারে লেখেন, ‘এটাই হলো পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি। উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে একটি বাগানে রক্তের স্রোতের ওপর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তরুণীর লাশ উদ্ধার হয়। তার গলা কাটার দাগ ছিল ও মুখ ছিল অর্ধদগ্ধ। মমতা ব্যানার্জি এ ব্যাপারে একটি শব্দ উচ্চারণ করবেন না। নারী পাচারে জড়িত তৃণমূল আশ্রিত অপরাধীরা এর পেছনে থাকলে অবাক হওয়ার কিছু নেই।’

কংগ্রেসকেও নিশানা করেছেন অমিত মালব্য। তিনি লিখেছেন, ‘রাহুল গান্ধীর মতো নেতারা যারা প্রায়ই রাজনৈতিক কৌশলে কুমিরের কান্না কাঁদেন, তিনি কি এবার পশ্চিমবঙ্গে নারীদের সুরক্ষায় ব্যর্থতার জন্য মমতা ব্যানার্জিকে তিরস্কার করবেন? নাকি এ ক্ষেত্রেও বিরোধী জোট INDIA-এর বাধ্যবাধকতা আসবে?’

সর্বশেষ খবর