রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সংহতি সংস্কৃতির ঘাটতি

ড. তৌহিদুল হক

নিজস্ব প্রতিবেদক

সংহতি সংস্কৃতির ঘাটতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেছেন, একটি দেশের মানুষ নানা কারণে সহিংসপ্রবণ কিংবা অপরাধপ্রবণ হয়ে উঠতে পারে। অন্যতম কারণ হলো নাগরিকদের মধ্যে সংহতি সংস্কৃতির ঘাটতি। সময় ও বিভিন্ন প্রেক্ষাপটে সংগঠিত অপরাধের বিচার বিলম্বিত হওয়া এবং অপরাধের শিকার ব্যক্তির জন্য নিরাপত্তা ও স্বাভাবিক জীবন-যাপনের জন্য প্রয়োজনীয় সেবার অপ্রতুলতা। মনে রাখা প্রয়োজন, মানুষ নিজ জীবনের স্বার্থে অথবা আইন এবং নৈতিকতার বিধিনিষেধ-বহির্ভূত সুযোগ পেতে কখনো কখনো মরিয়া হয়ে ওঠে। এই ধরনের পরিস্থিতি বা বাস্তবতা মানুষকে সহিংস করে তোলে। আইনের প্রয়োগের ওপর আস্থার ঘাটতি বা সমাজে মর্যাদা ও অবস্থানের খাতিরে মানুষের মূল্যায়ন মানুষকে দাঁড় করায় মানুষের বিরুদ্ধে। তিনি আরও বলেন, বাংলাদেশ বৈশ্বিক বিচারে ২২তম সহিংসপ্রবণ দেশ। বিচার-বিশ্লেষণে প্রতীয়মান যে, প্রথম স্থানে অবস্থান করা দেশ এবং বাংলাদেশের আগে অবস্থানকারী দেশসমূহে নাগরিকের সাংবিধানিক ও মানবাধিকার ভোগ করার পূর্বশর্তগুলো প্রশ্নবিদ্ধ। রাষ্ট্রের প্রতিষ্ঠানসমূহের প্রতি নাগরিকের আস্থার ঘাটতি এবং সমাজজীবনে সামাজিক অনুশাসনের ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ শিষ্টাচারের অনুপস্থিতি সমাজে মানবিকতার পরিবর্তে ক্ষমতার দাপটে প্রচলিত চিরাচরিত প্রথা কোণঠাসা হয়ে পড়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর