শিরোনাম
রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সামাজিক-নৈতিক অবক্ষয়

মো. আছাদুজ্জামান মিয়া

নিজস্ব প্রতিবেদক

সামাজিক-নৈতিক অবক্ষয়

জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, সামাজিক অপরাধ নানা কারণে বৃদ্ধি পাচ্ছে। দেশে যখন নৈতিক অবক্ষয় বৃদ্ধি পায়, যখন মানুষ আর্থিক সংকটে থাকে বা মানুষ যখন চাহিদা পূরণ করতে সংগ্রাম করে তখন সামাজিক অপরাধগুলো বেড়ে যায়। বর্তমানে সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অস্থিরতা, দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে মানুষের মৌলিক চাহিদা অপ্রতুল। আর সেই মৌলিক চাহিদা পূরণের জন্য মানুষ যখন সংগ্রাম করে তখন নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। আর সমাজ যখন অস্থিতিশীল হয়, তখন কিছু অপরাধ বেড়ে যায়। কারণ তখন সামাজিক নিরাপত্তা, শৃঙ্খলা ও নৈতিকতা দুর্বল হয়ে পড়ে। বিভিন্ন গুজব উঠিয়ে বিভিন্ন সময়ে পিটিয়ে হতাহতের ঘটনা ঘটে। এগুলো সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণেই ঘটে। সুশাসনের অভাবেও এ ধরনের ঘটনা ঘটতে পারে। ঢাকা মহানগর পুলিশের সাবেক এই কমিশনার বলেন, মানুষ যখন সমস্যায় থাকে, তার চাহিদা পূরণে হিমশিম খায়, তখন তার মানসিক একটা পীড়ন হয়, তার মধ্যে মানষিক একটা চাপ তৈরি হয়। আর এ ধরনের সমস্যা থেকেই সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে আনার জন্য সামাজিক, নৈতিক এবং পারিবারিক মূল্যবোধের অবক্ষয় রোধ করতে হবে। এক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং গ্রাম্য যে সমাজ ব্যবস্থা সেটাকে শক্তিশালী ও সক্রিয় করা উচিত। যখন একটা সমাজে এ ধরনের অপরাধ বাড়ে তখন মাতব্বর, সামাজিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ হস্তক্ষেপ করবে এবং সুশাসন নিশ্চিত করবে। তখন আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা কমে যাবে। তুচ্ছ বা ছোটখাটো বিষয়ে মারামারি ও গোলমাল কমে আসবে। তিনি আরও বলেন, এসব অপরাধ পূর্ব পরিকল্পিত অপরাধ নয়। পারিবারিক মূল্যবোধের অবক্ষয় বৃদ্ধি পেলে এ ধরনের অস্থিরতা তৈরি হয়, অপরাধ প্রবণতা বাড়ে। এ ধরনের সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে। সামাজিক নিরাপত্তা বাড়াবে, কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধি করবে। সামাজিক, ধর্মীয় এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে অপরাধের কুফলগুলো বর্ণনা করে মানুষকে সচেতন করবে। অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। আইন বিরোধী কাজ করলে তাকে আইনের আওতায় আনতে হবে। মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এ ধরনের বিষয়গুলো যখন সুনিশ্চিত করা হবে তখন সামাজিক অপরাধ এমনিতেই কমে আসবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর