রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা

মোখলেসুর রহমান

নিজস্ব প্রতিবেদক

অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) মোখলেসুর রহমান বলেছেন, অপরাধ সবসময় এক রকম থাকে না। কখনো অপরাধ বাড়ে, আবার কখনো অপরাধ কমে। মানুষের যখন অর্থনৈতিক অবস্থা খারাপ হয় তখন অপরাধ বৃদ্ধি পায়। যখন সামাজিক অস্থিরতা বাড়ে তখনো অপরাধ বৃদ্ধি পায়। এটা নিয়ন্ত্রণ করতে হলে সমসাময়িক আইন প্রয়োগ করতে হবে। পুলিশের তৎপরতা বাড়াতে হবে। যারা অপরাধ করবে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, যেসব কারণে অপরাধ হয়, সেসব কারণ চিহ্নিত করতে হবে। যদি অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, তবে সেটা কীভাবে ঠিক হবে তা চিন্তা করতে হবে। কোনো এলাকায় যদি পুলিশের তৎপরতা কমে, সেখানে তৎপরতা বাড়াতে হবে। মানুষের সঙ্গে মিশতে হবে, কথা বলতে হবে। কমিউনিটির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। সমাজের মানুষ জানে কারা অপরাধ করছে। কেন অপরাধ হচ্ছে এদের চিহ্নিত করা এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সর্বোপরি সামাজিকভাবে অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সর্বশেষ খবর