মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কভিড টিকার জন্য নোবেল পেলেন দুই মার্কিন গবেষক

প্রতিদিন ডেস্ক

কভিড টিকার জন্য নোবেল পেলেন দুই মার্কিন গবেষক

এ বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ক্যাথালিন কারিকো ও ড্রু ওয়েইসম্যান। অতিমারি করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকার জন্য তারা পুরস্কার পেলেন। সূত্র : বিবিসি।

গতকাল বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে এ বছর বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে। জানা গেছে, হাঙ্গেরি বংশো™ভূত মার্কিন নাগরিক ক্যাথালিন কারিকো জৈব রসায়নবিদ। তিনি রাইবোনিউক্লিক অ্যাসিড (আরএনএ) বিশেষজ্ঞ। মার্কিন চিকিৎসাবিজ্ঞানী ড্রু ওয়েইসম্যান আরএনএ জীববিজ্ঞানে অবদানের জন্য সবচেয়ে বেশি পরিচিত। নোবেল কমিটি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২০ সালের শুরুর দিকে শুরু হওয়া অতিমারি কভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিন তৈরি করেছিলেন তারা। তাদের যুগান্তকারী আবিষ্কার আমাদের চিন্তার মৌলিক পরিবর্তন ঘটিয়েছে। এমআরএনএ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে কীভাবে মিথস্ক্রিয়া করে তা তারা নতুন করে বুঝিয়েছেন। নোবেল বিজয়ীরা আধুনিক সময়ে মানব স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকির মধ্যেই টিকা আবিষ্কারে অভূতপূর্বভাবে অবদান রেখেছে। সূত্র জানায়, আজ (মঙ্গলবার) ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। পরের দিন ঘোষণা করা হবে রসায়নে নোবেল বিজয়ীর নাম। এরপর ৫ অক্টোবর ঘোষণা করা হবে সাহিত্যে ও ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম। মাঝে দুদিনের বিরতি দিয়ে ৯ অক্টোবর শেষদিন ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম। এর মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।

সর্বশেষ খবর